পরশুদিন থেকে আগামী ১২/১২/২০২৪ পর্যন্ত banglagolpo এর সকল কার্যক্রম বন্ধ থাকিবে। তাই ততোদিন এডমিন প্যানেল গল্প দিতে না পেরে আপনাদের কাছে ক্ষমাপ্রার্থী। অত্র সাইটের সকল ভিজিটরদের জানানো যাচ্ছে যে আগামীকাল ও আজ ২৬/১১/২০২৪ আমরা আপনাদের কিছু গল্প উপহার দিচ্ছি। দয়া করে সকলে পুনরায় সাইট ভিজিট করবেন আমরা আশা করছি।
Writer Hamim
গল্পঃ "কালো রাতের
যাদু"
"রাত তখন প্রায়
১২টা। গ্রামের
মানুষগুলো গভীর
ঘুমে মগ্ন। হঠাৎ
করেই সারা গ্রামে
প্রচণ্ড শীত অনুভূত
হতে শুরু করে, যদিও
সেটা শীতের সময়
নয়। বাতাসে যেন
কিছু অদ্ভুত এক
মিশ্রণ, এমন এক গন্ধ
যা আগে কেউ কখনও
পায়নি।
"গ্রামের প্রবীণ
মানুষগুলো জানে, এর
মানে ভালো নয়। এ
গ্রামের নাম ছিল
হঠাৎনগর। সাধারণ
গ্রাম হলেও কিছু
মানুষ
এটা অন্য কিছু ছিলে শেষ পর্ব 21-10-24 (03:29) category: ভূতের অণুগল্প
Writer Hamim
#এটা_অন্য_কিছু_ছ
িল
পর্ব : ৫ (শেষ পর্ব)
লেখকঃ হামিম!!!
---------------
---------------
---------------
-----------
আমার জীবন
সেদিনই শেষ হয়ে
গিয়েছিল। আমি
বেচেও মরে গেছি।
সেদিন থেকে এখনো
প্রচন্ড কষ্ট হচ্ছে।
আমার বুক ফেটে
যাচ্ছে। আমার হৃদয়
ছিড়ে যাচ্ছে।
মেয়েরা মারা
যাওয়ার পর আমার
সাথে আর সামির
কোন যোগাযোগ
হয়নি।
আমার স্ত্রী
একেবারেই খাওয়া
দাওয়া বন্ধ করে
দিয়েছে। খুব জলদি
সেও অসুস্থ হয়ে
পড়ে।
আমিও আর চাকরিতে
ফিরে যাইনি।
ব্যাংকে যা
গল্পঃ এটা অন্য কিছু ছিল পর্বঃ ৪ 21-10-24 (03:20) category: ভূতের অণুগল্প
Writer Hamim
পর্ব : ৪
#এটা_অন্য_কিছু_ছ
িল
লেখকঃ হামিম।
বাবা মাকে দাফন
করে আমি চলে আসি
বাসায়। বাসায়
এসে প্রচুর
কেঁদেছি।
বাবা মা মারা
যাওয়ার পর আমি খুব
ভেঙ্গে পড়ি।
খুব ভয় হচ্ছিল
ভাবছিলাম স্বপ্নের
কথা জানানোর জন্য
হয়তো আমার আর
সামির বাবা মা
মারা গেছেন।
কেননা সামি স্বপ্ন
দেখেছিল অনেক
আগে।
আর আমি যে দৃশ্য
দেখছিলাম তা
সামি তার স্বপ্নের
কথা বলার পর
থেকেই।
আমি আমার
লেখকঃ হামীম গল্পঃ এটা অন্য কিছু ছিলো পর্ব ৩ 19-10-24 (15:43) category: ভূতের অণুগল্প
Writer Hamim
#এটা_অন্য_কিছু_ছ
িল
পর্ব : ৩
লেখকঃ হামিম
---------------
---------------
---------------
-------------
এই অপূর্ব দৃশ্য
দেখতে দেখতে আমি
যেন আমার
মেয়েদের
ছেলেবেলা দেখতে
পাচ্ছিলাম।
হঠাৎ সামির
ধাক্কায় আমি
চেতনা ফিরে পাই।
এতক্ষণ আমি তোকে
যা বলেছিলাম
তাকে আমি নাকি
কিছু জানাইনি।
আর তার সমস্যার
সমাধানও দিতে
পারিনি।
কারন আমি তো আর
বিজ্ঞ আলেম কিংবা
স্বপ্নের ব্যাখ্যা
দাতা নই।
আমিও তাকে মনের
ভুল বলে সবকিছু
স্বাভাবিক ভাবে
মেনে নিতে বলি।
রাতে তার বাসায়
খেয়ে
লেখকঃ হামীম গল্পঃ এটা অন্য কিছু ছিলো ২য় পর্ব 19-10-24 (15:38) category: ভূতের অণুগল্প
Writer Hamim
#এটা_অন্য_কিছু_ছ
িল
পর্বঃ০২
ভৌতিক লেখকঃ
হামিম।
________________
বিনা দোষে বিড়াল
ছানাটি মারা
যাওয়াতে আমার
প্রচন্ড রকমের
খারাপ লাগছিল।
কিন্তু যা হবার
তাতো হয়েই গেছে
আর কিছু তো করার
নেই।
বাকি পথ আমি আর
সামি কোন কথা
বলিনি। আমি
সামিকে ওর টাকা
বুঝিয়ে দিতে সে
চলে যায়।
আমিও বাসায় এসে
ফ্রেস হয়ে শুয়ে
পড়ি। কিন্তু ঘুম
আসছিল না।
বার বার সেই
বিড়ালের মায়াবী
মুখ আমার চোখের
সামনে ভেসে
উঠছিল।
আফসোস