Java fb login problem solve
01-11-24 (03:57)
01-11-24 (03:57)
আসসালামু ওয়ালাইকুম। আমরা জাভা ইউজার কিছুদিন আগে ফেসবুকে লগইন করতে পারতাম না। আর এখন একদম লগইন করেও চালাতে পারছি না। এটার নিয়ে আসলাম সমাধান! পোষ্টটি সম্পূর্ণ পড়বেন। তো আমি সরাসরি শুরু করছি। প্রথমে আপনার একটি পুরাতন একাউন্ট দরকার যেটাতে এখনো ফেসবুক অফ করার নোটিশ দেয়নি। এরপর আপনার এভাবে লগইন করবেন।
mtouch.facebook.com এ যান। তারপর যাদের জাভা ফোন তারা mobile view অন করে ফরগেট পাসওয়ার্ড দিয়ে একাউন্ট খুজে লগইন করুন। আপনারা ফেসবুক এভাবে চালাতে পারবেন। তবে যে আইডিতে ব্যান খেয়েছে ওটা চালানো যাবে না। কিন্তু এভাবে চালাতে পারবেন সহজেই। এখন যদি আপনার পুরনো একাউন্ট না থাকে তাহলে কারো এন্ড্রোয়েড ফোন দিয়ে খুলে নিন।