এখন থেকে জাভা বা স্মার্ট ফোনের জন্য নিয়ে নিন বিদেশী চ্যাটিং সাইট
19-02-25 (11:06)
19-02-25 (11:06)
আসসালামু ওয়ালাইকুম ফ্রেন্ডেস। আজকে নিয়ে আসলাম সহজ একটি বিদেশি সাইট নিয়ে। যেখানে আপনারা ফ্রি তে চ্যাটিং করতে পারবেন। প্রথমেই এই লিংকে যান Chatlanka.com অথবা গুগলে সার্চ দিলেই পাবেন। ঢুকার পর একটু নিচে নামুন, দেখবেন Register Now! লেখা। ওখানে ক্লিক করলে রেজিস্টার পেজ আসবে। তারপর সব ফর্ম পূরণ করুন। বিশেষ ভাবে আপনার নাম ধরুন ashraful hossian তাহলে এভাবে লিখবেন না। নামের মাঝে স্পেস দেয়া যাবে না। যথা সম্ভব এভাবে লিখতে পারবেন ashraful-hossian তারপর একদম নিচে রেফারে Nayonbd দিবেন। অর্থাৎ যিনি আপনাকে এখানে এনেছেন। সব কিছু ঠিক থাকলে রেজিস্টার হয়ে যাবে। তারপর ভিতরে সব কিছু দেখতে পারবেন। inbox এ মেসেজ পাবেন। chat এ গিয়ে গেম খেলে ক্রেডিট পাবেন। আমার আইডি নাম Nayonbd আর dark-man নিচে গিয়ে সার্চ করলেই পাবেন। আর হ্যাঁ একদম নিচে setting এ গিয়ে avater থেকে প্রোফাইল পিক আপলোড দিতে পারবেন। কিছু না বুঝলে বা কোন প্রব্লেম হলে কমেন্ট করুন। আমি সর্বদা রয়েছি।