মাকে ছেলে কুপিয়ে হত্যা করে পুলিশের কাছে নিজে থেকে ধরা দিলো
23-11-24 (10:06)
23-11-24 (10:06)
মাদকের টাকা না
পেয়ে মাকে কুপিয়ে
হত্যা করেছে
ছেলে। পরে নিজেই
থানায় গিয়ে
পুলিশের হাতে ধরা
দেন। শনিবার (২৩
নভেম্বর) ভোরের
দিকে কক্সবাজার
শহরের পশ্চিম
বড়ুয়া পাড়ায় এ
ঘটনা ঘটে।
নিহতের নাম
আনোয়ারা বেগম
মেরী (৫৫)। আর
হত্যার দায়
স্বীকার করা
ছেলের নাম
হোসাইন মোহাম্মদ
আবিদ (২৮)।
এলাকাবাসী ও সদর
থানার এসআই সৌরভ
জানান, আবিদ প্রায়
মাদকের টাকার
জন্য তার মাকে
অত্যাচার করতেন।
সবশেষ রাতে মাকে
কুপিয়ে হত্যা করেন
তিনি। হত্যার পর
বাইরে থেকে দরজা
লাগিয়ে নিজেই
থানায় গিয়ে
বিষয়টি পুলিশকে
জানান। পরে পুলিশ
এসে মরদেহ উদ্ধার
করে। নিহত নারীর
মুখ, মাথা ও হাতে
জখম রয়েছে।
জাগোনিউজের
খবর পেতে ফলো
করুন আমাদের গুগল
নিউজ চ্যানেল।
কক্সবাজার সদর
থানার ভারপ্রাপ্ত
কর্মকর্তা (ওসি)
ইলিয়াস খান
জানান, শহরের
বডুয়া পাড়ায়
নারীকে কুপিয়ে
হত্যার ঘটনায়
আবিদ নামে একজন
এসে ধরা দেওয়ার
পর তাকে আটক রাখা
হয়েছে। মরদেহ
উদ্ধার করে
ময়নাতদন্তের জন্য
মর্গে নেওয়া
হয়েছে।
সায়ীদ আলমগীর/
জেডএইচ/এএসএম